
এই পরিক্ষার মানদন্ডে ভাল স্কোর নিতে পারলে সুযোগ খুলে যায় পৃথিবীর অনেক দেশে পড়াশুনা এবং মাইগ্রেশন করার সুযোগ। এছাড়া বিভিন্ন দেশে; বিশেষ করে ইউরোপিয় দেশ গুলোতে এটা প্রায় বাধ্যতামুলত যে আইইএলটিএস এ ভাল স্কোর থাকতে হবে।




IELTS মূলত দুই ধরনের হয়ে থাকেঃ


যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চান তাদের জন্য অ্যাকাডেমিক আর যারা কাজ বা স্থায়ী বসবাসের জন্য যেতে চান তাদের জন্য জেনারেল।
দুই ধরনের IELTS এই চারটি সেকশন থাকে:




অর্থাৎ IELTS এর মাধ্যমে পরীক্ষা করা হবে ইংরেজি শোনা, পড়তে পারা, লেখা ও বলার দক্ষতা কতটুকু। IELTS এর স্কোর হয় ব্যান্ড হিসেবে, যেখানে সর্বোচ্চ ব্যান্ড ৯। প্রতিটি সেকশনে আলাদা আলাদা স্কোর হয় এবং চারটি সেকশনের স্কোরের গড় হলো সামগ্রিক স্কোর।

IELTS এর প্রস্তুতির ব্যাপারে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে ভালো স্কোর করতে কতদিন সময় লাগে। এই প্রশ্নটির কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। প্রস্তুতির সময় সম্পূর্ণ নির্ভর করবে ইংরেজির দক্ষতা এবং এটা সঠিক ভাবে দ্রুত ব্যবহার করতে পারার দক্ষতার উপরে।
তবে ইংরেজি দক্ষতা যেমনই হোক না কেন, রিডিং সেকশনের জন্য সবার পড়ার অভ্যাস থাকতে হবে। এটি আবশ্যক। রিডিং সেকশনে তিনটি প্যাসেজ থেকে প্রশ্ন হয়, আর প্যাসেজগুলো একেকটি ৭০০-৮০০ শব্দের হয়। সুতরাং পরীক্ষার চাপ আর মাত্র এক ঘন্টা সময়সীমা পড়ার দক্ষতার বেশ ভালো পরীক্ষাই নেবে; এটা নিশ্চিত।

ইংরেজি বলতে গেলে সবাই কমবেশি ভালো বোঝে। ইংরেজিতে ভালো লেখে। কিন্তু বলতে গেলে সমস্যা তৈরি হয়।
শুধুমাত্র চর্চা না থাকার কারনে।
তাই প্রথমেই স্পিকিং এর বিষয়ে গুরুত্ব দেয়া উচিত। স্পিকিংয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় ইংরেজিতে কথা না বলার অভ্যাসের কারণে। একটি ভাষা শুধু জানলেই হয় না, নিয়মিত যদি সেই ভাষা চর্চা না করা হয় তাহলে বলার সময় কথা আটকে যাবে এবং এটিই স্বাভাবিক।
এছাড়া আমরা বাংলার মতো ইংরেজি খুব দ্রুত বলার চেষ্টা করার কারনে অনেক সময় কথা জড়িয়ে যায়। তাই ইংরেজি বলার বা চর্চা করার সময় ধিরে ধিরে ইংরেজি বলার চেষ্টা করা উচিত।
তাই এর জন্য আমরা রেকোমেন্ড করছি রেজিস্ট্রেশন করার পর থেকেই সপ্তাহে অন্তত তিন থেকে চার ঘন্টা কারো সাথে অনুশীলন করার।
যদি সম্ভব হয় স্মার্টফোনে নিজের স্পিকিং রেকর্ড করুন। নিজেই যাচাই করতে পারবেন। স্পিকিং পরীক্ষার তারিখ এভারেজে তিন চারদিন আগেই জানিয়ে দেয়া হয়। তাই যেদিন স্পিকিং এর তারিখ জানবেন, সেদিন থেকে যত বেশি সম্ভব ইংরেজিতে কথা বলুন।
অর্থাৎ যেদিন পরিক্ষা হবে তার ঠিক কয়েকদিন আগে থেকে ইংরেজিতে সব কথাবার্তা চালিয়ে জেতে পারেন। এটা কনফিডেন্স যোগাবে ভাল পার্ফর্মেন্সের জন্য।





এখানে এই চারটি বিষয় নির্ধারন করবে, কথা কত সাচ্ছন্দে বলা হচ্ছে, সঙ্গতিপুর্ন কিনা, শব্দ চয়ন সঠিক হচ্ছে কিনা, ব্যাকরণ গত ভুল আছে কিনা।
এই চারটি বিষয় ঠিক থাকলে স্পিকিং সেকশনে ভাল পয়েন্ট পাওয়া যাবে।
এছাড়া একটা ভুল ধারনা আছে ব্রিটিশ এক্সেন্টে কথা না বলতে পারলে পয়েন্ট কম আসবে। বিষয়টা সত্য নয়, কারন ব্রিটেনেই প্রায় ৪০+ ধরনের এক্সেন্টে কথা বলা হয়ে থাকে। তাই চেস্টা করা উচিত স্পষ্ট উচ্চারনে কথা বলতে পারা। আর এটাই যথেষ্ট হবে।
স্পিকিং টেস্ট মূলত তিনটি অংশে ভাগ করা হয়েছে।

যে পরীক্ষক থাকবেন, তিনি খুবই সাধারণ কিছু বিষয়ে কথা বলবেন। যে প্রশ্ন গুলো কারো সাথে পরিচিত হতে গেলে করা হয়ে থাকে।

একটি কিউ কার্ড দেয়া হবে যেখানে একটি নির্দিষ্ট বিষয়ে দুই মিনিটের মতো বলতে হবে, অনেকটা উপস্থিত বক্তৃতার মতো।

পরীক্ষক কিছু বিষয়ে বিস্তারিত মন্তব্য জানতে চাইবেন।
বেশিরভাগ প্রশ্নই হবে দ্বিতীয় অংশের সাথে সম্পর্কিত।
যেমন, যে বিষয়ে বলতে বলা হয়েছিল সে বিষয়ের সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন।

কোন প্রশ্ন করার পর সে বিষয়টার সম্পর্কে যা জানা থাকে তাই বলে যাওয়া উচিত। এতে ভাল একটা ইম্প্রেশন তৈরি হবে। আর কিউ কার্ড পাওয়ার পর নির্দিস্ট বিষয়ে কম করে দুই মিনিট ব্যাপি বলে যাওয়াটা ঠিক হবে।
এখানে মুলত বলা তথ্য গুলো গুরুত্বপুর্ন নয়, গুরুত্বপুর্ন কে কতটা গুছিয়ে ভালভাবে বলতে পারছে।

লিখিত পরীক্ষার দিনে পরীক্ষা শুরু হয় লিসেনিং দিয়ে।
* লিসেনিংয়ে চারটি সেকশন থাকে,
* প্রতিটিতে দশটি করে প্রশ্ন থাকে।
* প্রশ্নগুলো হয় মূলত শূন্যস্থান পূরুণ, এমসিকিউ, টেবিল মেলানো ও একটি ম্যাপ রিডিং।
শূন্যস্থানের ক্ষেত্রে বানান খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভুল বানানে কিন্তু কোনো মার্ক পাওয়া যায় না। প্রথম সেকশন বেশ সহজ হয় এবং ধীরে ধীরে কঠিন হতে থাকে। লিসেনিং হয় মূলত ৪০ মিনিট, যার মধ্যে প্রথম ৩০ মিনিটে কম্পিউটারে চালানো ভয়েস রেকর্ডার শুনতে শুনতে প্রশ্নপত্রে উত্তর লিখতে হয়। শেষ দশ মিনিট থাকবে সেই উত্তরগুলো মূল উত্তরপত্রে লেখার জন্য।




লিসেনিং এর পরেই রিডিং পরিক্ষার অংশ শুরু হয়। রিডিংয়ে তিনটি মাঝারি আকারের প্যাসেজ থেকে প্রশ্ন করা হবে। মোট ৬০ মিনিটের রিডিং এর জন্য।

ইংরেজি পড়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ রিডিংয়ে ভালো করার জন্য।
পড়ার অভ্যাস বাড়ানোর জন্য ইংরেজি বই পড়ার বিকল্প নেই। যে বই পড়তে ভাল লাগে সেটাই পড়া জেতে পারে। প্রথমে একটু কঠিন মনে হলেও ধিরে ধিরে সহজ মনে হবে।

স্পিকিংয়ের মতো রাইটিংয়েও মার্কিং হয় চারটি ভাগে-




এখানে মুলত ফর্মাল টোনে লেখা টা খুব জরুরি, যাতে মার্জিত ভাবটা থাকে, কারন পরিক্ষার খাতায় যা কিছু তাই লেখা যায় না। সঠিক ভাবে যদি অল্প লেখা হয় তবে সেটাই ভাল পয়েন্ট এনে দিতে পারবে।







বিস্তারিত জানতে চলে আসতে পারেন আমাদের অফিসে, অথবা আমাদের হটলাইনে কল করে জেনে নিতে পারেন বিস্তারিত।

৩০ সোনারগাঁও জনপথ, সেক্টর ১১, উত্তরা ঢাকা ১২৩০।
(জম জম টাওয়ারের বিপরীতে)
চাইলে আমাদের কল করেও বিস্তারিত জেনে নিতে পারেন সহজেইঃ
+8801713588603 – 05
British Infinity Resources Ltd.
বিদেশে উচ্চশিক্ষার বিশ্বস্ত সহযোগী।