



আজকে আমরা জানবো প্রস্তুতির ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখলে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়াটা অনেকটা সহজ হয়ে যায়।












এই ধাপে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট উঠিয়ে আপডেট করে রাখতে হবে, যাতে যে কোণ মুহুর্তে ব্যবহার করা যায়। খেয়াল রাখবেন আপনার লাস্ট একাডেমিক ডকুমেন্ট পর্যন্ত যেন আপনার সংগ্রহে থাকে। মার্কসিট থেকে শুরু করে সার্টিফিকেটের কপি যেন আপনার কাছে থাকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে।

আপনার আগে থেকে লিস্ট করা যেগুলো আপনার চাহিদা অনুযায়ী মিলে যাবে, ( যা উপরে উল্লেখ করা আছে ), সেই ভার্সিটি গুলতে এপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে আমাদের রেকোমেন্ড হচ্ছে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে এই কাজ টি করা, যারা এই বিষয়ে আগে থেকেই অভিজ্ঞ। ব্রিটিশ ইনফিনিটি রিসোর্স এই আবেদনের কাজটি খুবই দক্ষতার সাথে করে থাকে। আপনি চাইলের আমাদের অফিসে চলে আসতে পারেন, যেকোন সময়।

এই পর্যায়ে এসে আপনার আবেদন করা একাধিক ভার্সিটি আপনাকে কন্ডিশনাল অফার করতে পারে। যে ভার্সিটি গুলো আপনাকে অফার করেছে সেখান থেকে আপনার জন্য সবচেয়ে ভাল ভার্সিটি কে সর্ট লিস্ট করে আপনার ফাইনাল রিকুয়ারমেন্ট অনুযায়ি সাবমিট করে ফেলতে পারেন।


ভার্সিটি ফাইনাল হয়ে গেলে এবং প্রয়োজনীয় ফিস পরিশোধ করে ভিসার আবেদন করতে পারেন। এর জন্য আপনাকে ব্যাঙ্কে টাকা রাখতে হবে। আপনার টিউশন ফি এর বাকি টাকা এবং আপনার প্রথম বছরের লিভিং কস্ট সব মিলিয়ে যা আসে তার সম্পুর্ন।


CAS Letter পাওয়ার পর VFS বা ভিসা এপ্লিকেশন সেন্টার এ অ্যাপোয়েন্টমেন্ট এর ক্ষেত্রে ব্যাঙ্ক ডিপোসিট ডেট থেকে মিনিমাম ৩০ বা এর অধিক দিন পরেই এপোয়েন্টমেন্ট নেয়া ঠিক হবে। আর যদি ব্যাঙ্কে আগে থেকেই টাকা থেকে থাকে তবে চাইলে দ্রুত এপোয়েন্টমেন্ট ডেট বুক করতে পারেন।







ব্রিটিশ ইনফিনিটি রিসোর্স হতে পারে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।



৩০ সোনারগাঁও জনপথ, সেক্টর ১১, উত্তরা ঢাকা ১২৩০।
(জম জম টাওয়ারের বিপরীতে)

+8801713588603 – 05
বিদেশে উচ্চশিক্ষার বিশ্বস্ত সহযোগী।