বিদেশে উচ্চশিক্ষার প্রতি বছর এখন বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থি যেমন যাচ্ছে তেমনি অনেক শিক্ষার্থী সঠিক গাইডলাইন বা সঠিক তথ্যের অভাবে তার সপ্ন পুরন করতে পারছে না।
অথচ সঠিক গাইডলাইন বা সঠিক তথ্য থাকলে অনেক যোগ্য এবং মেধাবি শিক্ষার্থি স্কলারশিপ নিয়েই পছন্দের দেশে জেতে পারে উচ্চশিক্ষার জন্য।
ঠিক এই বিষয়টি পরিষ্কার করে তুলে ধরবে ব্রিটিশ ইনফিনিটি রিসোর্স সেন্টার। পোস্ট টি মনোযোগ দিয়ে পড়লে বিস্তারিতভাবে জানতে পারবেন কেন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া উচিত।
কেন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া উচিত সেটা বলার আগে জেনে নিতে হবে যে,
দেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একাবারেই হাতেগোনা। প্রতি বছর যে পরিমান মেধাবি শিক্ষার্থী এইচএসসি পাস করে বের হচ্ছে সে অনুযায়ী ভার্সিটিতে সিট ই বরাদ্ধ নেই। তাহলে বাকি মেধাবিরা কোথায় উচ্চশিক্ষা গ্রহণ করবে ?
এই ক্ষেত্রে দেশের বেসরকারি ভাল মানের ভার্সিটিতে যে খরচ সে খরচে বিদেশে ভাল মানের ভার্সিটিতেই স্টাডি করা সম্ভব।
এছাড়া মুল বিষয় এটাও না হয়, তবে মুল বিষয় হিসেবে বলা জেতে পারে পড়াশোনার মান, কর্ম সংস্থান ও নিরাপদ জীবন যাপনের সুযোগকে।
আর এই বিষয়গুলোতে যদি কেউ গুরুত্ব দিয়ে থাকে তবে তার জন্য বিদেশে উচ্চশিক্ষা নেয়ার সুযোগ গ্রহন করাটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে থাকে।
আর ঠিক এই কারনে দেশের মেধাবী শিক্ষার্থির বড় অংশ বিদেশে পড়াশুনা করতে চায় নিজের পছন্দের বিষয়ে। যেখানে স্টাডি শেষে, এমনকি স্টাডি চলাকালীন সময়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থাও তৈরি করা যায়।
যদি খরচের কথা চিন্তা করেন তাহলে দেশের সরকারী বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভালো অপশন নেই। তার পরও কেন বিদেশে পড়তে চায়?
কারণ পড়াশোনার মান, কর্ম সংস্থান ও নিরাপদ জীবন যাপনের উপর যারা গুরুত্ব দেন, তারাই বিদেশী বিশ্ববিদ্যলয়ে ভর্তি হতে চায়।
এছাড়া বিদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নেই রাজনীতি, সেশন জট, কিংবা পড়াশুনার মানের কোন সমস্যা। আর পড়াশুনার পরে সে দেশেই ভাল কোন জায়গায় আবার পড়ার সুযোগ কিন্তু খুব সহজেই একজন শিক্ষার্থী পেয়ে যায়।
আর পড়াশুনার মানের গুরুত্ব যদি বেশি থাকে তবে নিশ্চিত করেই বলা যায় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় গুলোর বেশির ভাগই আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, জার্মানী, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডে অবস্থিত।
এছাড়াও ফিনল্যান্ড, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, বেলজিয়াম, মালয়েশিয়া, চায়না সহ উন্নত দেশ গুলোতেই অবস্থিত।
বিষয়টা অনেকটা এমন যে, আপনি যদি ইউকে এর কোন সাধারন ইউনিভার্সিটি ভর্তি হন, তবে দেশের সবচেয়ে ভাল ইউনিভার্সিটি থেকেও তার র্যাঙ্কিং থাকবে অনেক উপরের দিকে, পড়াশুনার মান যে অনেক ভাল হবে সেটা নিশ্চয় আর উল্লেখ করতে হবে না।
আর উল্লেখিত বিষয়গুলো বুঝতে না পারার কারনে আমাদের দেশের অনেক মেধাবী ভাল শিক্ষা পরিবেশ না পাওয়ার জন্য, সঠিক শিক্ষা উপকরন এর অভাবের কারনে, যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে অপ্রতুল সিটের জন্য সুযোগ না পাওয়ার কারনে তাদের উজ্জ্বল সম্ভাবনা হারিয়ে যাচ্ছে নিমেষেই।
তাই যদি আর্থিক স্বচ্ছলতা থাকে তাহলে জীবনের সবচেয়ে ভাল বিনিয়োগটা বিদেশে পড়া লেখার জন্যই করা জেতে পারে। কারন এটার ফলশ্রুতিতে দ্রুত এগিয়ে যাওয়া যায়।
এছাড়া সকল মেধাবির জন্য স্কলারশিপের সুযোগ তো থাকছেই। সেটা পেলে তো আর কথাই নেই।
আর এই বিষয়গুলো যদি পুরোপুরি সঠিক ভাবে জেনে বুঝে আগানো যায় তবেই সফল হওয়া যায়। তাই এই বিষয়গুলো বিস্তারিত ভাবে জেনে নিতে অথবা সঠিক গাইডলাইন বিনামুল্যে জানার জন্য চলে আসতে পারেন ব্রিটিং ইনফিনিটি রিসোর্সের উত্তরা ব্রাঞ্চে।
আমাদের ঠিকানাঃ
৩০ সোনারগাঁও জনপথ, সেক্টর ১১, উত্তরা ঢাকা ১২৩০।
(জম জম টাওয়ারের বিপরীতে)
চাইলে আমাদের কল করেও বিস্তারিত জেনে নিতে পারেন সহজেইঃ
+8801713588603 – 05
British Infinity Resources Ltd.
বিদেশে উচ্চশিক্ষার বিশ্বস্ত সহযোগী।